Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নেজারত শাখা
Details

নেজারত শাখা
নিচ তলা,

জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল।


Citizen Service

 ১। অত্যাবশ্যকীয় পন্যের লাইসেন্স প্রদান (আবেদন প্রাপ্তির ০৩ দিনের মধ্যে)।
২। হোটেল, রেস্তোরা, ইটভাটা প্রভৃতির লাইসেন্স প্রদান (আবেদন প্রাপ্তির ০৭ দিনের মধ্যে)


Current Project

প্রকল্প নেই।


Duties

·জেলা পুলের পরিবহন ব্যবস্থাপনা।

·ভি আই পি/ভিভিআইপি/অন্যান্য অতিথিদের সফরসূচী অনুযায়ী প্রটোকল সংক্রান্ত।

·সার্কিট হাউজ /ডাকবাংলো ব্যবস্থাপনা ও আবাসন ব্যবস্থা।

·গাড়ি অধিযাচন সংক্রান্ত।

·আরটিসি সংক্রান্ত।

·জ্বালানী তেল কন্টিনজেন্সির ইত্যাদির সঠিক ব্যবহার সংক্রান্ত।

·অফিস ও অন্যান্য নিয়ন্ত্রাধীন স্থাপনার আসবাবপত্র ও যন্ত্রপাতি ও মূল্যবান দ্রব্যের তালিকা তৈরী ও রক্ষনাবেক্ষন।

·অফিসের সার্বিক নিরাপত্তা বিধান সংক্রান্ত।

·জরুরী প্রস্তুতিতে যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান।

·অত্যাবশ্যকীয় পন্য বিক্রয়ের লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিলকরণ।

·পাবলিক বিনোদন কার্যক্রম নিয়ন্ত্রন ও পরিচালনা সংক্রান্ত।

·কালেক্টরেটের অতিথিবৃন্দের আপ্যায়ন সংক্রান্ত।

·আন্তঃ অফিস অ্যাকোমোডেশন।

·৪র্থ শ্রেণীর কর্মচারীদের সংস্থাপন কার্যাদি।

·কালেক্টরেট, বাংলো, সার্কিট হাউজ ইত্যাদির বিদ্যুৎ বিল/টেলিফোন বিল পরিশোধ সংক্রান্ত।

·ডিসি বাংলো ব্যবস্থাপনা সংক্রান্ত।

·জুয়েলারী ও অন্যান্য ব্যবসা সংক্রান্ত ।

·বাজার দর মনিটরিং সংক্রান্ত ।

·আমদানী ও রপ্তানী সংক্রান্ত ।

·আর্তপীড়িতদের সাহায্য প্রদান সংক্রান্ত।

·চিকিৎসা সহায়তা প্রদান সংক্রান্ত।

·গরিব শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান সংক্রান্ত।

·নিত্য প্রয়োজনীয় দ্রব্যদী ও কৃষি পন্য বাজার দর সম্পর্কিত ।


Contact
এনডিসিনিচ তলা, রুম নং :১০১জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল।মোবাইলঃ ০১৭৩৮৪০৪৪০২টেলিফোনঃ ০৪৮১৬২৪০২
Acting Officer