জেলা রেকর্ড রুম শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়,নড়াইলের দ্বিতীয় তলায় ২০১নং কক্ষে অবস্হিত।
সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতিত প্রত্যহ সকাল ০৯.০০ ঘটিকা হতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত শাখাটি খোলা থাকে।
রেকর্ডরুম হতে প্রধানত তিন ধরনের সেবা দেওয়া হয়ে থাকে।
১। খতিয়ান বা পর্চা প্রস্তুত ( বিতরণ করা হয় ই-সেবা কেন্দ্র হতে)
২।মৌজা-ম্যাপ সরবরাহ করা ( মজুদ থাকা সাপেক্ষে)
৩।জাবেদা নকল সরবরাহ করা
বিস্তারিত বর্ণনা নিচে দেয়া হলঃ ১. খতিয়ান বা পর্চা প্রস্তুত ( বিতরণ করা হয় ই-সেবা কেন্দ্র হতে)
আপনি জেনে আনন্দিত হবেন যে, এখন থেকে খতিয়ান বা পর্চা( সিএস/এসএ/আরএস) জেলা প্রশাসকের কার্যালয়,
নড়াইলের ‘ই-সেবা কেন্দ্র’ হতে আবেদন করার ৩ কর্মদিবসের মধ্যে সরবরাহ করা হয়ে থাকে।
এছাড়াও আপনি চাইলে ঘরে বসে অনলাইনে আবেদন করে ডাকযোগে খতিয়ান পেতে পারবেন।
আর ৩ কর্মদিবসের মধ্যে 'ই-সেবা কেন্দ্র থেকে নেয়ার সুযোগ তো থাকছেই।
আবেদন করতে এখানে ক্লিক করুনঃ www.eporcha.gov.bd
আবেদন করতে যা যা লাগবে
|
|
|
|
|
খরচ
আবেদন প্রক্রিয়া
জরুরী ঘোষণাঃ খতিয়ান বা পর্চার আবেদন করার ৩/৪ কর্মদিবসের মধ্যেই তা ডিসি অফিস থেকে সরবরাহ করা হয়।
সুতরাং, জরুরী পর্চা বের করে দেয়ার নামে কারও সাথে বাড়তি লেনদেন করবেন না।
রেকর্ডরুম শাখা হতে সরাসরি কোন খতিয়ান বা পর্চা বিতরণ করা হয়না।
খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করে তিন কার্যদিবস পর
নীচতলায় অবস্থিত ই-সেবা কেন্দ্র হতে সংগ্রহ করতে হবে।
২. মৌজা-ম্যাপ সরবরাহ করা ( মজুদ থাকা সাপেক্ষে)
রেকর্ডরুম হতে মৌজা-ম্যাপ বিক্রি করা হয়। তবে আপনি যে ম্যাপটি চাচ্ছেন সেটির মজুদ আছে কীনা সেটা আগে জেনে নিতে হবে।
এব্যাপারে রেকর্ডরুমের 'আরকে' বা 'রেকর্ড কীপার' এর সাথে যোগাযোগ করা যেতে পারে। যাইহোক, এবারে জেনে নিন কীভাবে মৌজা-ম্যাপ পেতে পারেন।
মৌজা-ম্যাপের আবেদনের নমুনা পেতে এখানে ক্লিক করুন
ব্যাংক চালানের ফরম পেতে এখানে ক্লিক করুন
৩. জাবেদা নকল সরবরাহ করা
রেকর্ডরুম হতে যেসকল নকল সরবরাহ করা হয়-
আবেদন প্রক্রিয়া
তবে সংশ্লিষ্ট আদালত থেকে কত দিনের মধ্যে নথি আসবে সেটি বলা মুশকিল। অনেক সময় চূড়ান্ত আদেশের কপি বের হতে দেরী হয়।
আবার অনেক পুরাতন মামলা হলে খুঁজে পেতে দেরী হয়। তবে সাধারণত ৭-১০ কর্মদিবসের মধ্যে নকল সরবরাহ করা হয়ে থাকে।
নকলের আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন
কার্যক্রমঃসকল ফৌজদারী ও রাজস্ব সংক্রান্ত মামলার নকল সরবরাহ।
o পাবলিক রেকর্ড সংরক্ষণ।
o জরিপ বিভাগ কর্তৃক প্রস্তুত ভূমি রেকর্ড সংরক্ষণ।
o মৌজা ম্যাপ ও অন্যান্য নকশা সংরক্ষন ও বিক্রয়।
o রেকর্ড শ্রেণীবিন্যাস বাছাই ও ধ্বংস করণ।
o দেওয়ানী, ফৌজদারী ও রাজস্ব আদালতের চাহিদা অনুযায়ী রেকর্ড ও তথ্য সরবরাহ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS