Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Record Room Section
Details

জেলা রেকর্ড রুম শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়,নড়াইলের দ্বিতীয় তলায় ২০১নং কক্ষে অবস্হিত।

সাপ্তাহিক  ও সরকারী ছুটির দিন ব্যতিত প্রত্যহ সকাল ০৯.০০ ঘটিকা হতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত শাখাটি খোলা থাকে।


Citizen Service

রেকর্ডরুম হতে প্রধানত তিন ধরনের সেবা দেওয়া হয়ে থাকে।

                 ১। খতিয়ান বা পর্চা প্রস্তুত ( বিতরণ করা হয় ই-সেবা কেন্দ্র হতে)

                 ২।মৌজা-ম্যাপ সরবরাহ করা ( মজুদ থাকা সাপেক্ষে)

                 ৩।জাবেদা নকল সরবরাহ করা


বিস্তারিত বর্ণনা নিচে দেয়া হলঃ                                        খতিয়ান বা পর্চা প্রস্তুত ( বিতরণ করা হয় -সেবা কেন্দ্র হতে)

আপনি জেনে আনন্দিত হবেন যে, এখন থেকে খতিয়ান বা পর্চা( সিএস/এসএ/আরএস) জেলা প্রশাসকের কার্যালয়, 

নড়াইলের ‘ই-সেবা কেন্দ্র’ হতে আবেদন করার ৩ কর্মদিবসের মধ্যে সরবরাহ করা হয়ে থাকে। 

এছাড়াও আপনি চাইলে ঘরে বসে অনলাইনে আবেদন করে ডাকযোগে খতিয়ান পেতে পারবেন।

আর ৩ কর্মদিবসের মধ্যে 'ই-সেবা কেন্দ্র থেকে নেয়ার সুযোগ তো থাকছেই।

 

আবেদন করতে এখানে ক্লিক করুনঃ www.eporcha.gov.bd

 

আবেদন করতে যা যা লাগবে

  
  • মৌজার নাম
  • খতিয়ান নম্বর
  • জাতীয় পরিচয়পত্রের নম্বর
  • জন্ম তারিখ
  • মোবাইল নম্বর

  

খরচ

  
  • সরাসরি অফিস কাউন্টার বা 'ই-সেবা কেন্দ্র থেকে নিতে চাইলেঃ প্রতি খতিয়ান ১০০ টাকা ( সার্ভিস চার্জ বাবদ ২-৩ টাকা বেশী কাটতে পারে)
  • ডাকযোগে দেশের মধ্যে যেকোন ঠিকানায় নিতে চাইলেঃ প্রতি খতিয়ান ১৪০ টাকা ( সার্ভিস চার্জ বাবদ ২-৩ টাকা বেশী কাটতে পারে)
  • টাকা পরিশোধের মাধ্যম: বিকাশ/নগদ/রকেট/উপায়/একপে বা সংশ্লিষ্ট ব্যাংক
  

আবেদন প্রক্রিয়া

  
  • www.eporcha.gov.bd/ তে গিয়ে ‘সার্ভে খতিয়ান’ এ ক্লিক করুন।
  • এরপর বিভাগ-জেলা-উপজেলা-খতিয়ানের ধরন-মৌজা সিলেক্ট করে খতিয়ান নম্বর দিয়ে খতিয়ান অনুসন্ধান করুন।
  • প্রয়োজনীয় তথ্য ও আবেদন ফি পরিশোধ করে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
  • আবেদনের সময় ‘অফিস কাউন্টার’ দিয়ে আবেদন করে থাকলে ৩ কর্মদিবস পরে ডিসি অফিসের নীচতলায় অবস্থিত ‘ই-সেবা কেন্দ্র’ হতে আবেদনপত্রটি জমা দিয়ে আপনার খতিয়ান/পর্চা সংগ্রহ করুন ।
  • আবেদনের সময় ‘ডাকযোগে’ দিয়ে আবেদন করে থাকলে খতিয়ান/পর্চা ডাকের মাধ্যমে আপনার ঠিকানায় পৌছে যাবে।
  

জরুরী ঘোষণাঃ খতিয়ান বা পর্চার আবেদন করার ৩/৪ কর্মদিবসের মধ্যেই তা ডিসি অফিস থেকে সরবরাহ করা হয়। 

সুতরাংজরুরী পর্চা বের করে দেয়ার নামে কারও সাথে বাড়তি লেনদেন করবেন না।

  

রেকর্ডরুম শাখা হতে সরাসরি কোন খতিয়ান বা পর্চা বিতরণ করা হয়না।

খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করে তিন কার্যদিবস পর

নীচতলায় অবস্থিত -সেবা কেন্দ্র হতে সংগ্রহ করতে হবে।

  


 ২. মৌজা-ম্যাপ সরবরাহ করা ( মজুদ থাকা সাপেক্ষে)

 

রেকর্ডরুম হতে মৌজা-ম্যাপ বিক্রি করা হয়। তবে আপনি যে ম্যাপটি চাচ্ছেন সেটির মজুদ আছে কীনা সেটা আগে জেনে নিতে হবে।

এব্যাপারে রেকর্ডরুমের 'আরকে' বা 'রেকর্ড কীপার' এর সাথে যোগাযোগ করা যেতে পারে। যাইহোক, এবারে জেনে নিন কীভাবে মৌজা-ম্যাপ পেতে পারেন।

 

  • মৌজা-ম্যাপের জন্য ২০ টাকার কোর্ট -ফিসহ রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে।
  • তার আগে ৫০০ টাকার ব্যাংক চালান করে চালানের মূলকপি উক্ত আবেদনের সাথে যুক্ত করতে হবে।
  • আবেদনপত্র যথাযথভাবে পূরণপূর্বক রেকর্ডরুমে জমা দিতে হবে। জমা দিয়ে অবশ্যই রশিদ বুঝে নিবেন।
  • ০৫ কর্মদিবস বা যে সপ্তাহে আবেদন করেছেন তার পরের সপ্তাহের রবিবার রেকর্ডরুম থেকে মৌজা-ম্যাপ নিতে পারবেন।

 

মৌজা-ম্যাপের আবেদনের নমুনা পেতে এখানে ক্লিক করুন

 

ব্যাংক চালানের ফরম পেতে এখানে ক্লিক করুন

 

                                          ৩. জাবেদা নকল সরবরাহ করা

 

রেকর্ডরুম হতে যেসকল নকল সরবরাহ করা হয়-

 

  • নামজারি/ মিস কেসের আদেশের নকল
  • নির্বাহী কোর্টের আদেশের নকল
  • রাজস্ব কোর্টের নকল
  • মোবাইল কোর্টের আদেশের নকল
  • অন্যান্য নকল

 

আবেদন প্রক্রিয়া

 

  • নির্দিষ্ট ফরমে ২০ টাকার কোর্ট ফি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন।
  • আবেদনের সাথে নকল যত পৃষ্ঠা হবে ততগুলো ২ টাকার ফলিও এবং সমসংখ্যক ৪ টাকার কোর্ট ফি দিতে হবে
  • রেকর্ডরুমে জমা দিয়ে রশিদ বুঝে নিবেন
  • সংশ্লিষ্ট আদালত থেকে ফাইল আসার ০৩ কর্মদিবসের মধ্যে রেকর্ডরুম থেকে নকল সরবরাহ করা হয়ে থাকে।

 

তবে সংশ্লিষ্ট আদালত থেকে কত দিনের মধ্যে নথি আসবে সেটি বলা মুশকিল। অনেক সময় চূড়ান্ত আদেশের কপি বের হতে দেরী হয়।


আবার অনেক পুরাতন মামলা হলে খুঁজে পেতে দেরী হয়। তবে সাধারণত ৭-১০ কর্মদিবসের মধ্যে নকল সরবরাহ করা হয়ে থাকে।

 

নকলের আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন

 


Duties

কার্যক্রমঃসকল ফৌজদারী ও রাজস্ব সংক্রান্ত মামলার নকল সরবরাহ।

o   পাবলিক রেকর্ড সংরক্ষণ।

o   জরিপ বিভাগ কর্তৃক প্রস্তুত ভূমি রেকর্ড সংরক্ষণ।

o   মৌজা ম্যাপ ও অন্যান্য নকশা সংরক্ষন ও বিক্রয়।

o   রেকর্ড শ্রেণীবিন্যাস বাছাই ও ধ্বংস করণ।

o   দেওয়ানী, ফৌজদারী ও রাজস্ব আদালতের চাহিদা অনুযায়ী রেকর্ড ও তথ্য সরবরাহ।


Contact
রেকর্ড রুম শাখা২য় তলাজেলা প্রশাসকের কার্যালয়নড়াইল।
Others



জেলা প্রসাশকের কার্যালয়, নড়াইল এর রেকর্ডরুমের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নামের তালিকা (অনার-বোর্ড)


Image
www.narail.gov.bd/dcoffice_section/6d188f76_1c50_11e7_8f57_286ed488c766/Record room.jpg
Law & Policy
Metting
Protibedon
Acting Officer