Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রেকর্ড রুম শাখা, নড়াইল
বিস্তারিত

           জেলা রেকর্ড রুম শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইলের দ্বিতীয় তলায় ২০১ নং কক্ষে অবস্থিত ( সিঁড়ি দিয়ে ২য় তলায় উঠে হাতের ডানে প্রথম রুম)। এ শাখার দায়িত্বে থাকেন একজন সহকারী কমিশনার বা সিনিয়র সহকারী কমিশনার যিনি একইসাথে একজন নির্বাহী ম্যাজস্ট্রেটও। সাপ্তাহিক  ও সরকারী ছুটির দিন ব্যতীত প্রত্যহ সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত শাখাটি খোলা থাকে। এটি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এর আওতাভুক্ত একটি শাখা।

বি. দ্র. রেকর্ডরুম শাখা হতে সরাসরি কোন খতিয়ান বা পর্চা বিতরণ করা হয়না।

খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করে তিন কার্যদিবস পর নীচতলায় অবস্থিত ই-সেবা কেন্দ্রে যোগাযোগ করুন।



রেকর্ডরুমের প্রবেশপথ


নাগরিক সেবা

রেকর্ডরুম থেকে নাগরিকদের  প্রধানত দুইটি সেবা দেওয়া হয়।

 

১। মৌজা-ম্যাপ সরবরাহ করা- বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

২। জাবেদা নকল সরবরাহ করা- বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


যে ধরনের সেবা রেকর্ডরুম থেকে দেওয়া হয় না


  • খতিয়ান বা পর্চা এই শাখা থেকে সরাসরি নাগরিকদের সরবরাহ করা হয়না। খতিয়ান বা পর্চার জন্য ই-সেবা কেন্দ্রে যোগাযোগ করুন।
  • মূল রেকর্ড বই এর কোন ভুল / ডাটা মিসিং বা যেকোন ধরনের কারেকশন এমনকি দাড়ি, কমা, ডট এরও পরিবর্তনসূচক কোন কর্মকান্ড এখান থেকে করা যায় না।
  • মূল খতিয়ান বই ঝরা থাকলে অন্য কোন ডকুমেন্টস যেমন পূর্বের কোন খতিয়ান, বা ভূমি অফিসের অন্য যেকোন ধরনের কাগজপত্র, রেজিস্টার বা দলিল দেখে খতিয়ান বা পর্চা সরবরাহ করা হয়না। 
  • সার্টিফাইড কপি ব্যতীত অন্য কোন ধরনের প্রিন্ট/ ফটোকপি ইত্যাদি সরবরাহ করা হয় না।
  • জরিপের বিভিন্ন ধাপের আপীল-আপত্তি, ৩০-৩১ ধারার নথি, ওয়ার্কিং ভলিউম ইত্যাদির কোন কপি/ সার্টিফাইড কপি সরবরাহ করা হয় না। 
  • জমির কোন প্রকার দলিল এখানে পাওয়া যায়না।
  • মৌজা-ম্যাপের মজুদ পর্যাপ্ত না থাকলে পুনরায় মজুদ না আসা পর্যন্ত সেই মৌজা-ম্যাপের কপি সরবরাহ করা হয় না।
  • মৌজা-ম্যাও ব্যতীত অন্য কোন প্রকার ম্যাপ যেমন ট্রেসার ম্যাপ এখান থেকে সরবরাহ করা হয়না।
  • নামজারি সংক্রান্ত খতিয়ান এখান থেকে সরবরাহ করা হয় না।



রেকর্ডরুমের কাচের দেয়াল দেওয়া এই অংশের ভিতরে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ


কার্যক্রম
  • খতিয়ানের সার্টিফাইড কপি তৈরি করে ই-সেবায় হস্থান্তর
  • ভূমি রেকর্ড সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রিকরণ, সংশোধন
  • এডিএম কোর্ট, নির্বাহী কোর্ট ও রাজস্ব সংক্রান্ত মামলার নকল সরবরাহ
  • পাবলিক রেকর্ড সংরক্ষণ
  • জরিপ বিভাগ কর্তৃক প্রস্তুত ভূমি রেকর্ড সংরক্ষণ
  • মৌজা ম্যাপ ও অন্যান্য নকশা সংরক্ষণ ও বিক্রয়
  • রেকর্ড শ্রেণীবিন্যাস বাছাই ও ধ্বংসকরণ
  • দেওয়ানী, ফৌজদারী ও রাজস্ব আদালতের চাহিদা অনুযায়ী রেকর্ড ও তথ্য সরবরাহ



রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর অফিস কক্ষ


যোগাযোগ

রেকর্ড রুম শাখা

কক্ষ নং ২০১, ২য় তলা

জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল

ই-মেইল: recordroomnarail@gmail.com


অন্যান্য



জেলা প্রসাশকের কার্যালয়, নড়াইল এর রেকর্ডরুমের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নামের তালিকা (অনার-বোর্ড)


ছবি
www.narail.gov.bd/dcoffice_section/6d188f76_1c50_11e7_8f57_286ed488c766/Record room.jpg
আইন ও পলিসি
সভা
প্রতিবেদন
ভারপ্রাপ্ত কর্মকর্তা