|
||||||||||||||||||||||||||||||||
অবিভক্ত ভারত বর্ষে তৎকালীন ব্রিটিশ সরকারের শাসনামলে বিভাগীয় কমিশনার সার্কিট কোর্ট করার জন্য জেলায় যে ভবনে অবস্থান করতেন সেটি সার্কিট হাউজ নামে পরিচিত। সার্কিট হাউজ বর্তমানে জেলা সফরে আগত রাস্ট্রীয় অতিথি, ভিভিআইপি ও ভিআইপি কর্মকর্তাগণের সরফকালীন অবস্থানের সময় আবাসন হিসেবে ব্যবহৃত হয়। সার্কিট হাউজ ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব জেলা প্রশাসক এর উপর ন্যস্ত। জেলা প্রশাসকের পক্ষে এনডিসি দায়িত্বে থাকেন । নড়াইল জেলায় সার্কিট হাউজটি শহরের নড়াইল-মাগুরা সড়কের পার্শ্বে গোচর এলাকায় ১ একর জায়গা নিয়ে অবস্থিত। ১৯৯২ সালে ১০ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় সংস্থাপন প্রতিমন্ত্রী জনাব মোঃ নূরুল হুদা সার্কিট হাউজের উদ্বোধন করেন । মনোরম প্রাকৃতিক পরিবেশে একটি দ্বিতল ভবন নিয়ে নড়াইল সার্কিট হাউজ গড়ে উঠেছে। সামনে প্রশস্ত সবুজ চত্বরের একপার্শ্বে রয়েছে ঔষধী বাগান। অপর পার্শ্বে ফুলের বাগান সার্কিট হাউজের নান্দনিকতা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। |
||||||||||||||||||||||||||||||||
সার্কিট হাউজের সাথে সার্বিক যোগাযোগ নেজারত ডেপুটি কালেক্টর, নড়াইল ফোন-০২৪৭৭৭৭৩৪০৪ ফোন-০২৪৭৭৭৭৩০৬৮(সার্কিট হাউজ) মোবাইল- ০১৭৩৮৪০৪৪০২ তত্ত্বাবধায়কঃ জেলা নাজির জনাব তাপস কুমার বসু , ফোন-০২৪৭৭৭৭৩২৪৭, মোবাইল- ০১৭১৮০৪১৯১৫ |
||||||||||||||||||||||||||||||||
যে সকল ব্যক্তিবর্গকে সার্কিট হাউজের কক্ষবরাদ্দ দেওয়া হয় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাবৃন্দকে ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট এর ভিত্তিতে সার্কিট হাউজ কক্ষবরাদ্দ দেয়া হয় । এছাড়াও মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, জাতীয় সংসদের চীফ হুইপ সংসদ সদস্যবৃন্দ অর্থাৎ জেলার সকল ভিআইপি অতিথি সার্কিট হাউজে অবস্থান করেন । অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে তাঁদের ব্যক্তিগত ভ্রমণে সার্কিট হাউজের কক্ষবরাদ্দের বিধান আছে । |
||||||||||||||||||||||||||||||||
অবস্থান নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে উত্তর দিকে ১ কিলোমিটার দুরে নড়াইল-মাগুরা সড়কের পার্শ্ব দুর্গাপুর নামক স্থানে সরকারি মহিলা কলেজের পূর্বপার্শ্বে সার্কিট হাউজের অবস্থান। |
||||||||||||||||||||||||||||||||
সুবিধাদি সার্কিট হাউজে ২ টি টেলিফোন লাইন সংযুক্ত আছে । অভ্যর্থনা কক্ষে নমবর হলো -০৪৮১-৬২২৬৮ এবং ভি,আই,পি কক্ষেরনম্বরহলো ০৪৮১-৬২৩৯৯। |
||||||||||||||||||||||||||||||||
কক্ষ:ভিভিআইপিঃ- দ্বিতীয় তলায় পশ্চিম পার্শ্বে এসিযুক্ত ১সীট বিশিষ্ট কক্ষটিতে টেলিভিশন ও টেলিফোন সংযুক্ত আছে। প্রশস্ত আধুনিক বাথরুম, ড্রয়িং রুমসহ পূর্ণাঙ্গ সুইট হিসেবে এটি ব্যবহার উপযোগী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ব্যবহারের উপযোগী। |
||||||||||||||||||||||||||||||||
ভিআইপিঃ- দ্বিতীয় তলায় পশ্চিম পার্শ্বে ভিভিআইপি কক্ষসংলগ্ন এসি যুক্ত ২ সীট বিশিষ্ট কক্ষটি বিশিষ্ট অতিথিদের থাকার জন্য ব্যবহৃত হয়। শয্যাঃদ্বিতীয় তলায় পূর্বপার্শ্বে ২ সীট বিশিষ্ট বাথরুমযুক্ত ৪ টি কক্ষরয়েছে। এগুলো প্রতিটি বিধি মোতাবেক আসবাবপত্রে সজ্জিত। অভ্যর্থনা কক্ষঃদ্বিতীয় তলায় পশ্চিম পার্শ্বে ১টি কক্ষ। |
||||||||||||||||||||||||||||||||
সভাকক্ষঃ নিচ তলায় পশ্চিম পার্শ্বে ১০০ জন লোকের বসার উপযোগী সভাকক্ষরয়েছে । ভোজন কক্ষ নিচ তলার পূর্বপার্শ্বে একসাথে ৫০ জন লোকের ভোজনের উপযুক্ত ১টি কক্ষসার্কিট হাউজে অবস্থানকারী অতিথিরা খাবার গ্রহণ করে থাকেন। ড্রাইভার কক্ষ: মূল ভবনের পূর্ব পার্শ্বে দ্বিতীয় তলায় ৩টি কক্ষরয়েছে। যেখানে অতিথিদের সাথে আগত গাড়ীচালকরা থাকতে পারে। গাড়ীগ্যারেজ কক্ষঃ মূল ভবনের পূর্বপার্শ্বে ড্রাইভার কক্ষের নিচ তলায়২টি গাড়ী গ্যারেজ । |
||||||||||||||||||||||||||||||||
সার্কিটহাউজের ভাড়ার তালিকা
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস