Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আইসিটি শাখা
বিস্তারিত

আইসিটি শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত।


নাগরিক সেবা

অফিসের অভ্যন্তরীণ আইসিটি সংক্রান্ত বিষয়ে যে কোন সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ইন্টারনেট সংযোগ অবিচ্ছিন্ন রাখা এবং জেলার ওয়েবপোর্টাল  ও জেলা প্রশাসকের ফেসবুক পেজ সক্রিয় রাখা  এ শাখার কাজ।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

আইসিটি শাখা থেকে নিম্নবর্ণিত কার্যাবলী পরিচালিত হচ্ছেঃ

(১) জেলা ই-সেবা কেন্দ্র পরিচালনা।

(২) জেলা ও উপজেলার সরকারী অফিসসমূহকে আইসিটি সাপোর্ট প্রদান।

(৩) জেলার স্কুল- কলেজে স্থাপিত কম্পিউটার ল্যাবগুলি তদারকি করা।

(৪) আইসিটিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান।

(৫) ইউনিয়ন পর্যায়ে স্থাপিত ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলি তদারকি করা এবং সফটওয়্যার ও হার্ডওয়্যারের বিষয়ে সহায়তা প্রদান।

(৬) জেলা ওয়েবপোর্টাল ও জেলা প্রশাসকের ফেসবুক পেজ পরিচালনা ও হালনাগাদকরণ।

(৭) উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ওয়েব পোর্টালের বিষয়ে সহায়তা প্রদান।


যোগাযোগ
আইসিটি শাখা, ২য় তলা, জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল। ফোনঃ ০৪৮১৬২১১৫
ছবি
www.narail.gov.bd/dcoffice_section/f55afd29_1c4f_11e7_8f57_286ed488c766/ICT_0.JPG
ভারপ্রাপ্ত কর্মকর্তা