‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর অংশ হিসেবে গত ০২ জানুয়ারি, ২০২৫ তারিখ দুপুরে নড়াইল পৌরসভার অন্তর্গত ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুরা যেন মেতে উঠেছিলো তাদের মনের ভাবনাগুলোকে কাগজের ওপর জীবন্ত করে তোলার আনন্দে; তাদের না-বলা একেকটি চমৎকার গল্প ছবির রং-বেরঙের ভাষায় ফুটিয়ে তোলার অনাবিল এক সৃষ্টি সুখের উল্লাসে।
ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ প্রতিভার এই চমৎকার প্রদর্শনীতে কচি-কাঁচাদের এমন প্রাণোচ্ছল অংশগ্রহণকে আরও উৎসাহিত করেন নড়াইলের জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান। তিনি নিয়মিত পড়াশোনার পাশাপাশি সুকুমার বৃত্তিমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সন্তানদেরকে আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান।
<iframe src="https://www.google.com/maps/embed?pb=!1m14!1m8!1m3!1d458.4898723683372!2d89.50651!3d23.173157!3m2!1i1024!2i768!4f13.1!3m3!1m2!1s0x39ffa500051cd1d5%3A0xf45bcd9f71b3ce9f!2z4Kak4Kal4KeN4KavIOCmkyDgpq_gp4vgppfgpr7gpq_gp4vgppcg4Kaq4KeN4Kaw4Kav4KeB4KaV4KeN4Kak4Ka_IOCmheCmp-Cmv-CmpuCmquCnjeCmpOCmsCwg4Kao4Kec4Ka-4KaH4KayIOCmuOCmpuCmsA!5e0!3m2!1sen!2sbd!4v1757908690512!5m2!1sen!2sbd" width="900" height="450" style="border:0;" allowfullscreen="" loading="lazy" referrerpolicy="no-referrer-when-downgrade"></iframe>
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস