চলমান ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে গত ০৬ জানুয়ারি, ২০২৫ তারিখ সোমবার দুপুরে নড়াইলের যুব ভবন ও ছাত্রাবাস প্রাঙ্গণে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এদিন যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত ব্যক্তিবর্গের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রশিক্ষণার্থী, সেবা গ্রহীতাসহ স্থানীয় ছাত্র ও তরুণ সমাজ উক্ত অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উক্ত অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।
পরে নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রতিষ্ঠানের অধীনে স্ব-কর্মসংস্থানে আগ্রহী কৃষিজীবী, মেরামতকর্মী, উদ্যোক্তাসহ নানান বয়সী কারিগরি প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে কৃষি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, পোশাক তৈরি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস