‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে গত ০৫ জানুয়ারি, ২০২৫ তারিখ সকালে "আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল" শিরোনামে নড়াইল শহরে অবস্থিত নড়াইল কালেক্টরেট স্কুল, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল ক্যাম্পাসগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।
এদিন বিভিন্ন স্কুল ক্যাম্পাসে সশরীরে গিয়ে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।
আজকের নবীন প্রজন্মের হাত ধরে আগামীর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে শিশু-কিশোরদের মাঝে উত্তম চরিত্র, ইতিবাচক মানসিকতা ও ভালো অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদেরকে সমাজসেবামূলক ও জনকল্যাণমুখী কাজে আরও বেশি সম্পৃক্ত করাই কাম্য। আর এ লক্ষ্যে চলমান 'তারুণ্যের উৎসব' অত্যন্ত চমৎকার একটি উপলক্ষ্য হয়ে এসেছে, যার মাধ্যমে নানান বয়সী শিক্ষার্থীরা বিভিন্নভাবে আগামী দিনের একেকজন বিবেকবান, দেশপ্রেমিক সুনাগরিক হয়ে ওঠার শিক্ষা লাভ করছে।
<iframe src="https://www.google.com/maps/embed?pb=!1m14!1m8!1m3!1d458.4898723683372!2d89.50651!3d23.173157!3m2!1i1024!2i768!4f13.1!3m3!1m2!1s0x39ffa500051cd1d5%3A0xf45bcd9f71b3ce9f!2z4Kak4Kal4KeN4KavIOCmkyDgpq_gp4vgppfgpr7gpq_gp4vgppcg4Kaq4KeN4Kaw4Kav4KeB4KaV4KeN4Kak4Ka_IOCmheCmp-Cmv-CmpuCmquCnjeCmpOCmsCwg4Kao4Kec4Ka-4KaH4KayIOCmuOCmpuCmsA!5e0!3m2!1sen!2sbd!4v1757908690512!5m2!1sen!2sbd" width="900" height="450" style="border:0;" allowfullscreen="" loading="lazy" referrerpolicy="no-referrer-when-downgrade"></iframe>
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস