গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, নড়াইলের সহযোগিতায় নড়াইল শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর অংশ হিসেবে শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়েছিলো নড়াইল পৌরসভা ফুটবল দলের। নির্ধারিত সময়ের প্রবল প্রতিদ্বন্দ্বিতা শেষে খেলায় ২-১ গোলে জয়লাভ করে নড়াইল পৌরসভা দল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস