Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জাবেদা নকল প্রাপ্তি

জাবেদা নকল


 জাবেদা নকল হচ্ছে ২ টাকার ফলিও পেপারে টাইপ/ প্রিন্ট/ ফটোকপি করা বিভিন্ন ধরনের  আদেশ/রেজিস্টার বা অন্যকোন গুরুত্বপূর্ণ রেকর্ডের সিল-স্বাক্ষরযুক্ত সার্টিফাইড কপি। একটি জাবেদা নকলে নকলকারী, যাচাইকারী, তুলনাকারী ও অনুমোদনকারী এই ৪ জনের সিলযুক্ত স্বাক্ষর থাকবে।


যেসকল নকল সরবরাহ করা হয়-


  • নামজারি/ মিস কেসের আদেশের নকল
  • নির্বাহী কোর্টের আদেশের নকল
  • রাজস্ব কোর্টের নকল
  • মোবাইল কোর্টের আদেশের নকল
  • অন্যান্য নকল


প্রয়োজনীয় কাগজপত্র


আবেদন পত্র
এখান থেকে ডাউনলোড করা যাবে। ক্লিক করুন

২০ টাকার কোর্ট ফি স্ট্যাম্প

স্ট্যাম্প ভেন্ডরের দোকান থেকে কিনতে হবে

২ টাকার ফলিও পেপার ও সমসংখ্যক ৪ টাকার কোর্ট ফি স্ট্যাম্প

স্ট্যাম্প ভেন্ডরের দোকান থেকে কিনতে হবে


আবেদন প্রক্রিয়া


  • আবেদন ফরমটি ডাউনলোড করে এপিঠ-ওপিঠ প্রিন্ট করুন। 
  • ২০ টাকার কোর্ট ফি স্ট্যাম্প, নকল যত পৃষ্ঠা হবে ততগুলো ২ টাকার ফলিও এবং সমসংখ্যক ৪ টাকার কোর্ট ফি কিনুন। যেকোন স্ট্যাম্প ভেন্ডরের নিকট পাওয়া যাবে।
  • পূরণকৃত আবেদন ফরমের নির্ধারিত স্থানে ২০ টাকার কোর্ট ফি স্ট্যাম্প যুক্ত করুন। নমুনা আবেদন পত্র দেখতে এখানে ক্লিক করুন।
  • আবেদনপত্র, প্রয়োজনীয় সংখ্যক ২ টাকার ফলিও ও ৪ টাকার কোর্ট ফিসহ রেকর্ডরুমে জমাদান করে রশিদ বুঝে নিন।
  • সংশ্লিষ্ট আদালত থেকে ফাইল আসার ০৩ কর্মদিবসের মধ্যে রেকর্ডরুম থেকে নকল সরবরাহ করা হয়ে থাকে।

বি। দ্র। সংশ্লিষ্ট আদালত থেকে কত দিনের মধ্যে নথি আসবে সেটি বলা মুশকিল। অনেক সময় চূড়ান্ত আদেশের কপি বের হতে দেরী হয়। আবার অনেক পুরাতন মামলা হলে নথি খুঁজে পেতে দেরী হয়।

তবে সাধারণত ৭-১০ কর্মদিবসের মধ্যে নকল সরবরাহ করা হয়ে থাকে।


যোগাযোগ

জেলা রেকর্ড রুম ( রেকর্ডরুম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন)

রুম নং ২০১, দ্বিতীয় তলা 

জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল